![]() |
![]() |
|
![]() |
|
Thread Tools | Display Modes |
![]() |
#1 | |
Administrator
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Join Date: Oct 2008
Posts: 1,615
Rep Power: 10 Status: Offline Sonork: ![]() |
![]() আমরা যথাযথ কতৃপক্ষের কাছে চলমান সমস্যা উপস্থাপন করত খুব শীঘ্রই সমস্যা সমাধান করবো ইনশা আল্লাহ। দয়া করে কেউ অবৈধ ফোন বা কাগজ পত্র বিহীন ফোন ক্রয় বিক্রয় এবং অবৈধ্য কোন কাজ করবেন না। অসৎ উপায়ে ক্ষুদ্র লাভের চিন্তা বাদ দিয়ে সকলের কল্যানের স্বার্থে imei change বা অপরাধ কার্য থেকে বিরত থাকুন। আমরা খুব শীঘ্রই সমস্যা সমাধান করে সুখবর দিবো। যাতে করে আমাদের বৃহত কারিগরি শিল্প ধ্বংশের মূখে না পরে। বাংলাদেশে চলমান আইনের ডিজিটাল আইন ২০১৮ ধারা ১৭/১৮/২২/৩৫ সহ কিছু ধারা আমাদের কিছু কার্য কে সরাসরি বাধা গ্রস্থ করে। উন্নত রাষ্টের মত মোবাইল ফোনের imei Change একটি অপরাধ এমন কোন উল্লেখ্য যোগ্য আইন না থাকায়।অনেক সময় উল্লেখীত ধারা দ্বারা ফ্লাস লক আনলক মুছুন পরিবর্তন সহ সফট্যওয়ার পরিবর্তন সহ কিছু কার্য কে অপরাধ হিসাবে গণ্য করে আমাদের কিছু কাজ কে বাধাগ্রস্থ করে থাকে তাই আমাদের অনেকেই হয়রানীর স্বীকার হয়ে থাকি। সমাজের উপকার হয় , এমন কাজ যাতে কোন অবস্থায় আইনের দ্বারা বাধা গ্রস্থ না হয় সে ব্যবস্থা আমরা গ্রহন করার জন্য কাজ করবো। সেই সাথে কঠোর আইনের জন্য নির্দিষ্ট কিছু কাজ উল্লেখ্য করে যাতে আইন প্রস্তুত হয় সে ব্যাপারে আমরা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রানালয়ে আবেদন করবো।ইতিমধ্যে স্বারকলিপির মাধ্যমে জানিয়েছি। মুঠোফোনের আমাদের পেশার দ্বারা যে অপরাধ কার্য হয়ে থাকে বা হওয়ার সম্ভাবনা থাকে তা জাল জালিয়াতি মামলার ধারা ও ডিজিটাল কিছু ধারার মাধ্যমে বিচার কার্য হয়ে থাকে তা অপরাধ দমনে যথেষ্ট নয়। দেখা যায় যে অপরাধী সে আইনের ফাক ফোকরে বেরিয়ে যায় হয়রানী হয় টেকনিশিয়ান। তাই আমরা বিষয় গুলো সমাধানের লক্ষে যথাযথ কতৃপক্ষের সহযোগিতায় সমাধান করবো। কিছু মূর্খ কোন কিছু সঠিক ভাবে না জেনে মনগরা তথ্য ছড়ায়। তাদের মতে শুধু imei পরিবর্তন একটি অপরাধ কিন্তু বাংলাদেশের চলমান আইনে তা উল্লেখ্য করে ধারা নেই। আমরা imei পরিবর্তন বন্ধে সরকার ইতিমধ্য ডেটাবেজ চালু করেছে আশাকরি কিছু কঠিন আইন যোগ করলে এই অপরাধ কারীরা নিরুৎসাহিত হবে এবং আমাদের পেশা কলংকিত হবে না। আমাদের পেশা কে উন্নত করার লক্ষে আমরা অঙ্গিকার বদ্ধ। ইনশা আল্লাহ আমরা খুব সুন্দর ভাবে আমাদের সমস্যা গুলো সমাধান করবো। বর্তমান সরকার খুবই আন্তরিক কারিগরি শিল্পের উন্নয়নে। দেশের আইন শৃংক্ষলা বাহিনী আমাদের দেশের নাগরিক ভাই তারা দেশের কল্যানে কাজ করে।আমরা আমাদের যে বিষয় গুলো প্রশ্নবিদ্ধ তা সমাধান করবো আলোচনার মাধ্যমে। সমস্যা সমাধানের লক্ষে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। কিছু নিকৃষ্ট মানুষিকতার ব্যক্তির কারনে আমরা সর্বদা সমস্যা সমাধানের কাজে বাধা গ্রস্থ হই। তাদের অযোক্তিক কিছু যুক্তির কারনে সমস্যা গুলো সমাধানের মূখ দেখে না। কোন আমদানী যোগ্য পণ্য যদি ব্যবহার/বিক্রির বিধিমালা লঙ্ঘন করেন বা অধীনস্থ মন্ত্রাণালয় থেকে অনুমোদন না নিয়ে বাজার জাত করা হয় তা আইন শৃংক্ষলা বাহিনী জব্দ করে যদি বিক্রেতা আমদানী কাগজ সহ বিক্রি/ব্যবহার পত্র দেখাতে ব্যর্থ হয়। ধরুন আপনি মুঠোফোন আমদানী করলেন কিন্তু আমদানী করে মুঠোফোনের imei number sn model বিবরণ বিটিআরসি কাছে জমা না দিয়ে বিক্রি বা বাজারজাত করলেন, তখন আইন শৃংক্ষলা বাহিনী সে সব মুঠোফোন কে অবৈধ্য ঘোষনা করতে পারে। পণ্য কি তা বিষয় নয়। মূখ্য বিষয় হলো যথাযথ নিয়ম মেনে আমদানী এবং অনুমোদন আছে কি না। একটি মটর সাইকেল আপনি শো রুম থেকে কিনলেন কিন্তু রোডে চালাতে গেলে আইন শৃংক্ষলা বাহিনী বিআরটিএ এর কাগজ চাইবে আপনি দেখাতে ব্যর্থ হলে তখন মামলা হয়। সব চাইতে বড় কথা যুগের সাথে তাল মিলিয়ে উন্নত প্রযুক্তির সৃষ্টি বা তৈরী হচ্ছে,সমস্যা থাকতে পারে কিন্তু অবশ্যই সমাধান আছে। তাই কোন বিষয় সঠিক ভাবে না জেনে মন্তব্য করা বোকামী। বক্স ডিভাইস কয়েকবার জব্দ হয়েছিলো কিন্তু তখন সবাই লুকিয়ে রাখে যখন একটু ঠান্ডা আবার সেই একই অবস্থা। তাই বৈধ্যভাবে হয়রানী মুক্ত ব্যবস্যা পরিচালনা করবো। মুর্খদের সাথে তর্ক করবেন না। তারা সমাধান করবে না বরং সমাধানের পথে বাধা দিবে। ধৈর্য্য ধরুন সমাধান আসবে। বিশ্বাস রাখুন স্রষ্টার উপর। মহান আল্লাহ পথ পদর্শক। আমরা ইতি মধ্য কাজ শুরু করেছি। দোয়া করবেন আমাদের জন্য এবং ঐক্যতা বজায় রাখুন। কারো কোন উস্কানী বা গুজুবে কান দিবেন না। আইন শৃংক্ষলা বাহিনী অবশ্যই নিরহ লোকদের হয়রানী করবে না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল সকল সমস্যা আইনি ভাবে সমাধান করবো। চিন্তার কিছু নাই। কোন ফোনের কাজ করার আগে অবশ্যই গ্রাহকের ঠিকানা সহ আইডি কার্ড নাম্বার/ কম পক্ষে দুইটি মোবা: নাম্বার রাখবেন।যেকোন সমস্যা আমরা ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করবো। ধন্যবাদ। ![]() হাজবুল আলম জুলিয়েট মহাসচিব বিসিপিআরটিএ। |
|
![]() |
![]() |
Bookmarks |
Thread Tools | |
Display Modes | |
|
|