![]() |
![]() |
|
Bangladesh Cell Phone Repair Technician Association ( BCPRTA ) বাংলাদেশ সেল ফোন রিপেয়ার টেকনিশিয়ান এসোসিয়েশনে |
![]() |
|
Thread Tools | Display Modes |
![]() |
#1 | |
Administrator
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Join Date: Oct 2008
Posts: 1,615
Rep Power: 10 Status: Offline Sonork: ![]() |
![]() আমাদের সম্ভাব্য পরিকল্পনা ও কার্যক্রম সমুহ নিম্নরুপ ১। একটি ফাইল সার্ভার,যেখানে সব ধরনের গুরুত্বপূর্ন ফাইল থাকবে।ফাইল ডোনেট করবে আমাদের সদস্যগন তাহাদের নাম উল্লেখ্য থাকবে ফাইলের সাথে। তাছারা অনেক ফাইল বিসিপিআরটিএ সংগ্রহ করত সার্ভারে রাখবেন।সকল সদস্যগন ফাইল আপলোড/ডাউনলোড করতে পাবেন। লাইভ সাপোর্ট চ্যাট জোন থাকবে। ২। একটি হার্ডওয়ার জোন থাকবে। সেখানে সব ফোনের সার্ভিস ম্যানুয়েল সহ কাজের সমাধান দেয়া থাকবে চিত্র ও ভিডিও সমেত। একটি চ্যাট জোন বা হেল্প সেন্টার থাকবে ইয়াহু মাসেন্জার এর মত। অভিজ্ঞ ব্যক্তিগন সেখানে একে অপর কে সহযোগিতা করবেন। ৩। একটি সফটওয়ার জোন থাকবে। সেখানে বক্স ও টুলস সাপোর্টার থাকবেন এবং পাশাপাশি থাকবেন এদেশের সকল টেকনিশিয়ান অভিজ্ঞ ব্যক্তিগন। তাহারা বক্সের ব্যবহার ডেডবুট সহ সকল কার্যক্রমের ভিডিও চিত্র সহ আমাদের সদস্যদের সহযোগিতা করবেন। সেখানে হেল্প জোন থাকবে তা পরিচালিত হবে বিভিন্ন বক্সের ব্যবহার রুম বা গ্রুপের মত। আমরা যেহেতু বাংলাদেশ এ্যাডিশন করার জন্য চেষ্টা করবো তাই সকল বক্স কোডার আমাদের কে সাপোর্টার নিয়োগ করবেন। সেই সাথে হেল্পজোনে থাকবে এদেশের অভিজ্ঞ সদস্যগন তারা একে অপরেকে দিকনির্দেশনা দিবেন। ৪।অভিযোগ ও আবেদন জোন। এই জোনে বিভিন্ন অভিযোগ ও মতামত সহ সকল বিষয়ে মতামত প্রদান করা যাইবে। ৫। কাস্টোমার সাপোর্ট/ গ্রাহক সেবা এখানে গ্রাহকদের নিশ্চিত সেবার বিভিন্ন গাইড লাইন সহ ব্যবসা কে কিভাবে বৃদ্ধি করে গ্রাহক সেবা দেওয়া যায় বা কোন পার্টসের বিবরন মান সহ বিভিন্ন মতামত থাকবে। ৬। নতুন সদস্যদের আবেদন ও পরামর্শ জোন। ৭। ত্রান ও দূর্যোগ জোন। কোন জায়গায় বন্যা ঝড় ভুমিকম্প আগুন এর ক্ষয়ক্ষতি হলে তা দ্রুত এই জোনে জানাবে এবং ব্যবস্থা গ্রহন করবেন। ৮। উপহার জোন: ভালোবাসার হাত ![]() এই জোন সহযোগিতা করবে কারো মেয়ের বিয়ে,চাকুরী,অসুস্থ মারাত্বক ব্যাধি সহ বিভিন্ন সমস্যায় অক্রান্ত হওয়া সদস্যদের কে। ৯। আইন ও অপরাধ বিচার এবং টিম এ্যাকশন। এই জোন কোন দোকান চুরি বা কেউ যদি কোন প্রতারনা বা বিভিন্ন হয়রানী হয় বা অপরাধ করে বা বিভিন্ন আইনি জটিলতায় পরে সে ব্যাপারে কাজ করবে। ১০। শিক্ষা জোন। শিক্ষা সনদ প্রাপ্তি rpl ট্রেনিং সেন্টার গুলো কে সহযোগিতা এবং ছাত্রদের সঠিকভাবে শিক্ষা প্রদান হয় কিনা বা কেউ প্রতারিত হয় কিনা বা কিভাবে শিক্ষা সনদ পাবে বা কিভাবে শিক্ষা গ্রহন বা কোথায় করবে তা সহ সকল শিক্ষা ব্যাপ্যারে কাজ করবে। ১১। বিনোদন জোন। এ বিভাগ বিভিন্ন এলাকা ভিক্তিক খেলা,বনভোজন সহ সকল বিনোদন বিষয়ে কাজ করবেন। ১২। পরিদর্শন জোন। এ বিভাগ সকল বিষয় দেখাশুনা করবেন। ১৩। তদন্ত জোন। বিভিন্ন অভিযোগ আবেদন সহ সকল বিষয় তদন্ত করবেন। ১৪। ঋন জোন। এই জোন সরকারী ভাবে কিভাবে ঋন সহযোগিতা গ্রহন করবেন তা দেখবেন। ১৫। দুর্নীতি দমন জোন। এই জোন বিভিন্ন বিষয় কোন দুর্নীতি আছে কিনা তা নিয়ে কাজ করবেন। এমন আরো অনেক বিষয় নিয়ে সকলের কল্যানে কাজ করবে আমাদের এ বিসিপিআরটিএ পরিবার। আমি ও আমরা সাজিয়েছি এ সংগঠন কে। আপনার সহযোগিতায় বাস্তবায়ন হবে সকল কার্যক্রম। হাজবুল আলম জুলিয়েট মহাসচিব বিসিপিআরটিএ https://bcprta.com/ https://www.facebook.com/groups/349734039635786 |
|
![]() |
![]() |
Bookmarks |
Thread Tools | |
Display Modes | |
|
|